শ্রীপুরে শোক দিবসের অনুষ্ঠান, ভাই বোন একই মঞ্চে

0
252

আনোয়ার হোসেন (স্টাফ রিপোর্টার)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আনসার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে। উক্ত অনুষ্ঠানের মঞ্চে গাজীপুর ৩ আসনের সিংহ পুরুষ খ্যাত প্রয়াত এমপি এডভোকেট রহমত আলীর সুযোগ্য পুত্র এডভোকেট জামিল হাসান দুর্জয় এবং কন্যা সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি সহ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজ শুক্রবার (২৫ আগস্ট) গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে শোক দিবস উপলক্ষে দোয়া এবং মিলাদ মাহফিলের অনুষ্ঠান আয়োজন করা হয়। শোক দিবসের অনুষ্ঠানটি মুহূর্তেই হয়ে ওঠে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।

“গাজীপুর ৩ আসনের আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত”,,,,,, এই অনুষ্ঠানে ভাই বোন উপস্থিত হয়ে যেন সেই বার্তাই দিয়েছেন। এই শুভ বার্তা নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। তাদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, গগণ বিদারী শ্লোগান শুনে মনে হয়, তারা এতোদিন এই প্রত্যাশাই করেছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য করতে হয়, গত ১৫ আগস্টে ভাই বোন পৃথক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করায় সমালোচকেরা বিষয়টিকে নেতিবাচক রূপ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। তাই আজকের এই অনুষ্ঠানকে সেই সকল সমালোচকদের মোক্ষম জবাব হিসাবে দেখছেন অনেকে।

“ভাই বোন এক জোট, হাইব্রিডদের পতন হোক।” সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে এমন ক্যাপশন ব্যবহার করছেন অনেকে। আজকের অনুষ্ঠান যেন শ্রীপুরের সকল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল অংগসংগঠনের নেতাকর্মীদের মহামিলনে পরিণত হয়েছে। এ যেন একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। গাজীপুর ৩ আসনের আপামর জনতা এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হয়ে রইলো এমনটাই মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা।

গাজীপুর ৩ আসনের আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত সকলেই প্রয়াত জননেতা এডভোকেট রহমত আলী এমপির পরিবারের প্রতি অগাধ আস্হা ও বিশ্বাস রেখে ঐক্যবদ্ধ রয়েছে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেই সত্য আবারও প্রতিষ্ঠা পেয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন