শ্রীপুরে শ্রেণিকক্ষ সংকটে ভুগছে ‘বরামা ফাজিল মাদ্রাসা’
মুজাহিদ,শ্রীপুর।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরামা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় শ্রেণিকক্ষ সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। তবে পিছিয়ে নেই পড়াশোনার মান। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় জিপিএ ফাইভসহ শতভাগ পাস করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
১৯৮১ সালের পহেলা জানুয়ারিতে মো. আব্দুস সালাম বেপারীর হাত ধরে মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে। সূচনালগ্ন থেকে এ যাবতকাল পর্যন্ত এবছর-ই আলিম পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন-সহ তিনজন জিপিএ ফাইভ পেয়েছে, যা উপজেলার সকল মাদ্রাসাগুলোর মধ্যে সাফল্যের দিক দিয়ে সেরা।
বাংলাদেশে বরাবরই মাদ্রাসা শিক্ষাকে অবহেলার দৃষ্টিতে দেখা হয়। তবুও মাদ্রাসা শিক্ষার্থীরা সকল বাঁধা ডিঙিয়ে রাষ্ট্রের বিভিন্ন স্তরে পৌঁছে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। গত বছরের মার্চের ৫ তারিখ থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন জনাব আবুল কালাম আজাদ। তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন কালে নিজ উদ্যোগে এই প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়নের পাশাপাশি এখানকার শিক্ষা ব্যবস্থারও দারুণ পরিবর্তন ঘটিয়েছেন। মাদ্রাসাটিতে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন আসলেও বাকী রয়ে গেছে অবকাঠামোগত অনেক কাজ। তাই, নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এখানকার কোমলমতি শিক্ষার্থীরা।
এসব বিষয়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম বলেন, ২০১৭ সালে পরিকল্পিতভাবে ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়, যা ২০২০ সালে তিনটি কক্ষ নির্মাণ করেই কাজের ইতি টানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে চরমভাবে শ্রেণিকক্ষ সংকটে ভুগছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আমি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের আন্তরিক প্রচেষ্টায় সকল শ্রেণির পাঠদান কার্যক্রম স্বাভাবিক হবে ইনশাআল্লাহ্।
মাদ্রাসা কমিটির সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনূল করিম এসব সংকট প্রসঙ্গে বলেন, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের আন্তরিক প্রচেষ্টা ও হস্তক্ষেপে অবকাঠামো সহ অন্যান্য সমস্যাগুলির সমাধান মিলবে। তবে আমি আন্তরিকভাবে সভাপতি হিসবে আমার যা দায়িত্ব রয়েছে তা পালন করবো।