নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে প্রেস বিফ্রিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার।
বুধবার বেলা সোয়া ১২টার দিকে জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলায়ের এ প্রেস বিফ্রিং করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার,এস.এম রাহাদ হাসনাদ,উপজেলা প্রকৌশলী সুজায়েত হোসেন,কৃষি কর্মকর্তা এ.এস.এ মুয়ীদূল হাসান, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মইন চৌধুরী,সমাজ সেবা কর্মকর্ত মঞ্জুরুল ইসলাম,মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ইকবাল হোসেন সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।এ সময় অনুষ্টানে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনার দশটি বিশেষ উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।