শ্রীপুরে স্বপ্নময় দুরন্ত প্রতীক (ঝউচ) উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

0
27

স্বপ্নময় দুরন্ত প্রতীক (ঝউচ) সামাজিক সংগঠনের উদ্যোগে গাজীপুরের শ্রীপুরের দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।স্বপ্নময় দুরন্ত প্রতীক সামাজিক সংগঠনের উদ্যোগে সানি ইলেকট্রনিক্স এর আয়োজনে তিন ও চার ফেব্রুয়ারি ২০১৯ ইং সোমবার ও মঙ্গলবার বিকাল চার টার দিকে সাহাব উদ্দিন সুপার মার্কেটে দরিদ্র শীতার্তদের এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

স্বপ্নময় দুরন্ত প্রতীক (ঝউচ) সামাজিক সংগঠনের সদস্যরা শ্রীপুরে জৈনাবাজার এলাকার আশ পাশের গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তারা অসহায় দুস্থদের মাঝে কম্বল ও শীতের পোশাক বতরণ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন,সাহাব উদ্দিন সুপার মার্কেটের মালিক সাহাব উদ্দিন,সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার এর নিজস্ব প্রতিবেদক টি.আই নাসি,প্রতিদিনের কন্ঠ ডট কম এর প্রধান সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম, দৈনিক ভোরের আলো ডট কম এর বার্তা সম্পাদক মেহেদী হাসান,দৈনিক প্রথম ভোর এর গাজীপুর জেলা প্রতিনিধি মোজাহিদ, সময় সংবাদ অনলাইন এর সাংবাদিক আতিক হাসান,সাংবাদিক আব্দুর রহিম,জৈনা বাজার শুভ ট্রান্সপোর্ট ারে মালিক আব্দুল আলিম,লিমন কার্গো সার্ভিস এর মালিক আব্দুল লতিফ,জুলকা ইলেকট্রনিক্স এর মালিক আকাশসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা।

এসময় পরামর্শ ও নির্দেশনা মূলক কথাও বলেন,সমাজে এতিম,অসহায়,পথশিশু ও অনাহারি মানুষের কল্যানে কাজ করতে সর্বদা প্রতিজ্ঞাবদ (ঝউচ) সম্পূর্ণ রাজনীতি মুক্ত অনলাইন ভিত্তিক সংগঠন। দেশের ৬৪ টি জেলায় কমিটি গঠনের স্বপ্ন নিয়ে গাজীপুর জেলা কমিটি গঠনের মধ্য দিয়ে ঝউচ পথ চলা শুরু হয়েছিলো। ১০ টি জেলায় কমিটি গঠনের কাজ সম্পন্ন করেছে এবং কয়েকটি জেলায় স্বপ্নহারা মানুষকে সুন্দর আগামীর স্বপ্ন দেখানোর প্রতজ্ঞা নিয়ে অক্লান্ত পরিশ্রম করছে একদল স্বপ্নবাজ তরুণ/তরুণী। আজ তাদের সেই স্বপ্ন বাস্তব হয়েছে,সমাজের এতিম,অসহায় ও পথশিশুদের মুখে হাসি ফুটাতে তারা সফল হয়েছে। মানবসেবার দুঃসাহসিক চ্যালেঞ্জ নিয়ে (ঝউচ) ৩৫ জনের কেন্দ্রীয় প্যানেলের ট্যালেন্ট বন্ধুরা ৬৪ টি জেলা কমিটি পরিচালনার দায়িত্ব পালন করে আসছে। সকল জেলা কমিটি একসাথে নিজ নিজ জেলায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন কার্যক্রম সফল ভাবে শেষ করা হয়েছে। পর্যায় ক্রমে স্বপ্নময় দুরন্ত প্রতীক (ঝউচ) গাজীপুর জেলাসহ বাংলাদেশের সকল জেলার সদস্য বৃন্দ এক সাথে কাজ করে যাবে।

কোন মন্তব্য নেই