শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরে শ্রীপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষে মাঝে নিজ উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করেছেন উজিলাব গ্রামের ফার্মাসিস্ট মাহমুদুল হাসান।
বৃহস্পতিবার ২ এপ্রিল সকালে পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে উজিলাব গ্রামে নিজের উদ্যোগে এলাকার ৮২টি পরিবারকে ৫কেজি চাল ১কেজি ডাল ২কেজি আলু ১লিটার তেল ১কেজি পেঁয়াজ ১টা ডেটল সাবান ১০টা নাপা টেবলেট অসহায় গরীব মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
মাহমুদুল হাসান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবেন না। সকলেই সরকারি নির্দেশনা মেনে চলুন।দেশের বৃত্তবানদের বলবো এই মুহুর্তে দেশের ক্লান্তি কালে সকলেই গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ান।