শ্রীপুরে ১ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ::
কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) আওতায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়কের কাইচ্চাগড় থেকে দক্ষিন অভিমুখি আনসার রোড পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা কার্পেটিং ধারা উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সকালে উন্নয়ন কাজের উদ্বোধন করেন শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিসুর রহমান। ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মমিনা আক্তার বুলবুলি, ঠিকাদারি প্রতিষ্ঠান জেনেভা ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী আনিসুজ্জামান রুবেল, শ্রীপুর পৌরসভার প্রকৌশলীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
জনগুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে ইটের সলিং এবং বিভিন্ন অংশে খানাখন্দ থাকার কারণে চলাচলে সমস্যা হওয়ায় সড়কটি ১ কিলোমিটার দীর্ঘ ও১২ ফুট প্রস্থ করে কার্পেটিং করা হবে। এর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লক্ষ টাকা। আগামী ১ বছরের মধ্যে উন্নয়ন কাজ শেষ হবে বলে আশা করছে পৌর কতৃপক্ষ।
শ্রীপুর পৌরসভার উপ সহকারী প্রকৌশলী (সিভিল) মো: হারুন অর রশিদ বলেন, প্রকল্পের এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় সড়কটি কার্পেটিং ধারা উন্নয়ন করা হবে। আগামী ১ বছরের মধ্যে কাজ শেষ করতে হবে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ টাকা।