শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার শৈলাট সংযোগ সড়কে নগরহাওলা স্কুলের সামনে থেকে ২০ টন সিসা বোঝাই ছিনতাই হওয়া ট্রাকসহ তিন জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
রবিবার ১৬ জুন রবিবার দুপুর ১২টার দিকে (ঢাকা মেট্রো ট ২০-৬২০৯) সিসা ভর্তি একটি ট্রাকসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে বাবু মিয়া (৩০) একই এলাকার মৃত নুরুল হক চান্দুর ছেলে নাজমুল ইসলাম (৩৫)ও ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার আব্দুল জলিলের ছেলে জালাল উদ্দিন(৩২) ।
মেসার্স বরমী ট্রান্সপোর্টের মালিক উবাইদুল ইসলাম জানান,শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড গেলি সিসা কারখানা থেকে ২০ টন সিসা নিয়ে ১৬ জুন রাত তিনটার দিকে আমার ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৬২০৯) ছিনতাই হয়ে যায়। পরে খোঁজ খবর নিয়ে নগরহাওলা স্কুলের সামনে থেকে তাদেরকে হাতে নাতে ধরি। পরে শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ এসে সিসা ভর্তি ট্রাক ও তিনজন ছিনতাই কারিসহ থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানার এস আই মুঞ্জুরুল হক জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসে সিসা ভর্তি ট্রাক ও তিনজন কে আটক করা হয়েছে। এ বিষয়ে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।