শ্রীপুরে ৪৫ দিনে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

0
62

জি নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এ কে মহিউদ্দিন আহম্মেদ অতিরিক্ত সচিব, মন্ত্রীপরিষদ বিভাগ ও প্রকল্প পরিচালক,সি আর ভি এস প্রকল্প। স্বাগত অতিথি জনাব, জামিল আহমেদ উপ-পরিচালক (উপসচিব) স্থানিয় সরকার, গাজীপুর, সন্মানিত অতিথি জনাব, আলহাজ্ব আব্দুল জলিল বিএ উপজেলা চেয়ারম্যান শ্রীপুর। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জনাব,মোঃ আনিছুর রহমান মেয়র শ্রীপুর পৌরসভা, এবং অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন সকল ইউনিয়নের সচিব ও উদ্যোক্তাবৃন্দ এছাড়াও উপস্তিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা।অনুষ্ঠানে প্রধান অতিথি সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সবাইকে উক্ত বিষয়ে উদ্বুদ্ধ করেন।

কোন মন্তব্য নেই