শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে এসআই মোঃ মঞ্জুরুল ইসলাম, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, এসআই রমজান আলী, এসআই শওকত আলী, পিএস্আই মোঃ আব্দুল মালেক, এএসআই মোঃ মহাব্বত আলী খান, এএসআই সাহাবুদ্দিন মিয়াসহ পুলিশের একটি দল গোপন সংবাদের বৃত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান ও বিশেষ অভিযান পরিচালনা কালে আবদার এলাকা হইতে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে ও ২২ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ১। মাসুম (১৮), পিতা- শহিদুল্লাহ্ স্থায়ী : গ্রাম- টাংগাব, উপজেলা/থানা- গফরগাঁও, ময়মনসিংহ ২। মাসুদ মিয়া (২২), পিতা- রতন বেপারী স্থায়ী : গ্রাম- সানজিব, উপজেলা/থানা- পাগলা , ময়মনসিংহ, ৩। পারভেজ (১৮), পিতা- মোঃ হাসেম স্থায়ী : (গৌরিপুর) , উপজেলা/থানা- ভালুকা, ময়মনসিংহ।
অপরদিকে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ৪। মোঃ জুয়েল (১৮), পিতা-মোঃ জহিরুল ইসলাম, সাং-রহেলা, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, এ/পি-মুলাইদ পশ্চিম পাড়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরকে গ্রেফতার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদুল ইসলাম জানান, মাদক বিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পরে সকল আসামীদের মাদক আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।