শ্রীপুর উপজেলা নির্বাচনে আ’লীগ প্রার্থীর ব্যাপক গণসংযোগ

0
40

শ্রীপুর উপজেলা নির্বাচনে আ’লীগ প্রার্থীর ব্যাপক গণসংযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

শনিবার ৯ মার্চ সকাল পোনে ১১টা থেকে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় থেকে শ্রীপুর পৌর শহরের ব্যবসায়ীসহ আশপাশের বিভিন্ন স্থানে অসংখ্য নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে ভোট নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছেন।গণসংযোগকালে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আ’লীগ প্রার্থী আব্দুল জলিল, জাতীয় পার্টির নেতাকর্মী ও একাধিক মুক্তিযোদ্ধারা। সভাশেষে জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে আ’লীগের প্রার্থীকে সমর্থন করেন। একই সভায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধার মেয়ে মাহমুদা ইয়াসমিন মুক্তা তার পক্ষেও ভোট চান।

এসময় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল বলেন, নৌকা মার্কা পাওয়ার পর থেকে ব্যাপক আকারে গণসংযোগ শুরু করেছি। নৌকা মার্কা আওয়ামীলীগের মার্কা, নৌকা মার্কা জননেত্রী শেখ হাসিনার মার্কা।আপনাদের সকলের সহযোগীতায় আগামী ২৪ মার্চ নৌকার বিজয় হবে বলে আশা করছি।

পরে বিকেলে তিনি কাওরাইদ ইউনিয়ের বিভিন্ন ওয়াডে গনসংযোগ করেন।এছাড়াও তিনি ১০ মার্চ উপজেলার গোসিংগা ইউনিয়নে নেতা-কর্মীদের নিয়ে সকাল ১১ টা থেকে প্রতিটি ওয়ার্ডে ব্যাপক গনসংযোগ চালিয়েছেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন