শ্রীপুর থানার এস আই শহিদুলের নেতৃত্বে এক ডাকাত গ্রেফতার।

0
81

জি নিউজ ডেস্কঃ গাজীপুর শ্রীপুর মডেল থানার এস আই শহিদুলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একাদিক মামলার আসামি, প্রাইভেট কার সহ ডাকাত জামাল মিয়া (৩৪) পিতা আব্দুল গফুর মিয়া সাং দলগাও থানা মাধবপুর জেলা হবিগন্জকে গ্রেফতার করা হয়।

গত ১৮/০৮/১৮ ইং ভোর রাতে শ্রপুর থানাধীন নয়ন পুর ফরিদপুর গ্রামে ডাকাতির ঘটনা যটে ইং ২৮/৮/১৮ ভোর রাতে ঢাকা উত্তরা হইতে ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেট কার যাহা নাম্বার ঢাকা মেট্রো- খ ১১-৫৭২৯ ঊদ্বার করা হয়। এবং উক্ত আসামীর জামালের তথ্য মতে বি-বাড়ীয়া জেলার আশুগঞ্জ
থানাধীন লালপুর বাজারের শ্রী-দেবী জুয়েলার্স দোকান হইতে লুণ্ঠিত স্বর্ণালংকার শ্রী লিটন এর হেপাজত হইতে উদ্বার করা হয়। অফিসার ইনচাজ জনাব আসাদুজ্জামান এবং এডিশনাল এসপি গোলাম সবুর স্যার ও পুলিশ সুপার জনাব শামছুন্নাহার স্যার এর দিক নিদেশনায় উদ্বার অভিযান পরিচালনা করা হয়। ডাকাত জামালের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র,চুরি,ছিনতাই মামলা সহ বিভিন্ন জেলায় ১০ টি মামলা রয়েছে। অদ্য ইং ২৮/৮/১৮ তারিখ ডাকাতির করার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

কোন মন্তব্য নেই