শ্রীপুর থেকে অপহরণ করা শিশু আঁখি মনি চন্দ্রাতে উদ্ধার!

0
99

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর বেড়াইদেরচালা এলাকায় এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।পরে ওই শিশুর স্বজনরা শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কৌশলে কালিয়াকৈরের চন্দ্রা থেকে অপহরণের ১২ ঘন্টার মধ্যেই অপহৃত শিশুকে মোছাঃ তাহমিনা ওরফে আঁখি মনি (৭) কে উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২২ জানুয়ারী) বিকেলে আঁখি মনিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়া পুলিশ। অপহৃত শিশু আঁখি মনি (৭) উপজেলার বেড়াইদের চালা আইডিয়াল কিন্ডার গার্ডেনের ছাত্রী। তাঁর মা রাবেয়া খাতুন বেড়াইদেরচালা এলাকায় ভাড়া থেকে স্থানিয় তাকওয়া ফ্রেবিক্স কারখানায় চাকরি করে।অাটককৃত শফিউল ইসলাম শফিক (৩০) দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার মগলিশপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা জানান, বাবাহারা শিশুটিকে নিয়ে তাঁর মা রাবেয়া খাতুন বেড়াইদেরচালা এলাকায় স্থানিয় তাকওয়া ফ্রেবিক্স কারখানায় চাকরি করে। অভিযুক্ত শফিকুল ইসলাম ও রাবেয়া খাতুন স্থানীয় সারফুলের বাড়ীতে ভাড়া থাকে। সোমবার বেলা ১২টার দিকে স্কুল ছুটির পর মোছাঃ তাহমিনা ওরফে আঁখি মনি বাড়ী ফেরার পথে তাকে অপহরণ করে শফিউল ইসলাম। স্কুল শেষে আখি মনি বাড়ী ফিরে না আসায় তাঁরা আশপাশে খুঁজাখুজি শুরু করে। পরে বিকেলে রাবেয়া খাতুনের নিকটাত্মীয়ের মুঠোফোনে শফিউল ৫০হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে ওই শিশুকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে শিশুকে উদ্ধার মাঠে নামে পুলিশ। পরে মুঠোফোনের সূত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সম্ভাব্য একাধিক জায়গায় অভিযান চালানো হয়।অবশেষে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা মোড় পরিত্যক্ত ভবনের দু’তলা থেকে অপহরণকারীসহ ভিকটিমকে উদ্ধার তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, অপহরণের ঘটনা পুলিশকে জানানো হলে অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীকে আটক করা হয়।পরে শ্রীপুর থানার মামলা নং-৬১, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর অপহৃত ভিকটিম শিশু মেয়ে মোছাঃ তাহমিনা আখিমনি (০৭) কে উদ্ধার করে।অভিযুক্ত অপহরণকারী মোঃ শফিউল ইসলাম শফিক (৩০) কে আদালতে প্রেরণ করা হইয়াছে।

কোন মন্তব্য নেই