শ্রীপুর বাজার বনিক সমিতির নির্বাচনে শেষ দিনে ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর বাজার বনিক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে।বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ৬ পদের বিপরীতে নির্ধারিত সময়ের মধ্য মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালানা কমিটির সদস্যরা হলেন, সভাপতি মোঃ রুহুল আমিন খান রতন, সদস্য সাখাওয়াত হোসেন সোহাগ, সদস্য মোঃ আনোয়ার হোসেন, সদস্য মোঃ মস্তান মিয়া,সদস্য আক্রাম হোসেন দুলাল।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, আগামী ২৩ অক্টোবর ২০১৯ খ্রিঃ সমিতির কার্যালয়ে, সকাল ৯টা হইতে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে সমবায় সমিতির উপ-আইনের বিধান মােতাবেক ব্যবস্থাপনা কমিটির ৬টি পদে সমিতির সদস্যদের সরাসরি ভােটের (গােপন ব্যালট) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রীপুর বাজার বনিক বহুমূখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তার মধ্য মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সভাপতি পদে আলহাজ্ব এম এম ফারুক ও মোশারফ হোসেন মোল্লা, সহ-সভাপতি পদে মো: জালাল উদ্দিন ও বজলুল হক, সাধারন সম্পাদক পদে মো: হারুন অর রশিদ মন্ডল, সহ-সাধারন সম্পাদক পদে মো: আমান উল্লাহ ও মো: ফজলুল হক, কোষাধ্যক্ষ পদে মো: আমানুল ইসলাম (আমান) ও মো: আমিনুল ইসলাম, সদস্য পদে মো: মোমেন প্রধান ও মো: হজরত আলী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।তার মধ্য সাধারন সম্পাদক পদে দুজন মনোনয়ন সংগ্রহ করে ছিলেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময়ের সাধারন সাম্পাদক পদে একমাত্র হারুন অর রশিদ মন্ডল মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, শ্রীপুর বাজার বনিক বহুমূখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচনী তফসীল অনুযায়ী সমিতির ভোটার সংখ্যা ২৭৭ জন। এর প্রেক্ষিতে ২১ও ২২ সেপ্টেম্বর ২০১৯ খ্রিঃ মনোনয়ন প্রত্র সংগ্রহ। মনোনয়নপত্র জমা/দাখিল ২৬ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ ২৮ সেপ্টেম্বর। মনোনয়ন বৈধ/বাতিল বিষয়ে আপিল ও আবেদন দাখিল ২৯ /৩০ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময় জেলা সমবায় অফিস।আপিলের শুনানী ও রায় ঘােষনা ১/২/৩ অক্টোবর। বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ৩ অক্টোবর।প্রার্থীতা প্রত্যাহার ৪ অক্টোবর শুক্রবার। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৫ অক্টোবর শনিবার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ও তালিকা প্রকাশ ৬ অক্টোবর।ভােট গ্রহণ ২৩ অক্টোবর ২০১৯ খ্রিঃসকাল ৯টা হতে বেলা ৩টা পর্যন্ত(বিরতিহীন ভাবে) সমিতির কার্যালয়। ভােট গণনা /ফলাফল প্রকাশ ২৩ অক্টোবর ২০১৯ খ্রিঃ সমিতির কার্যালয় ।