(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুরে উপজেলায় মাদক বিরোধী ও বিশেষ অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। শনিবার (০১ ডিসেম্বর) এসআই আমিনুল হক, এসআই মোঃ এখলাছ উদ্দিন ফরাজী, এসআই রফিকুল ইসলাম, এসআই সিদ্দিকুর রহমান, এসআই মঞ্জুরুল ইসলাম, এএসআই মোঃ শরীফুল ইসলাম, এএসআই, এএসআই সেকান্দার আলী, এএসআই মোঃ সাহাবুদ্দিন মিয়াসহ পুলিশের একটি দল গোপন সংবাদের বৃত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা কালে মুলাইদ এলাকা হইতে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। জসিম উদ্দিন (২০), পিতা- আলাউদ্দিন, সাং-মুলাইদ, থানা-শ্রীপুর জেলা-গাজীপুর ২। মাদক সেবী মোঃ আঃ মালেক (৩২) এবং মোশারফ হোসেন, উভয় পিতা-মোঃ আঃ মজিদ, উভয় সাং-মুলাইদ, থানা-শ্রীপুর জেলা-গাজীপুর, ৩। মোঃ রতন মিয়া (২৫), পিতা-নূরুল ইসলাম, সাং-ভালুকা, জেলা-ময়মনসিংহ, এ/পি-মুলাইদ,. থানা-শ্রীপুর জেলা-গাজীপুর, ৪। মোঃ আক্তার হোসেন (৫৫), পিতা-নূরুল ইসলাম, সাং-বেড়াইদেরচালা, থানা-শ্রীপুর জেলা-গাজীপুরদের গ্রেফতার করে গ্রেফতার করে নিয়মিত মামলা রুজু করা হয়। ইহাছাড়াও শ্রীপুর থানার মামলা নং-০১(১২)১৮, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(১) এর এজাহারনামীয় আসামী ১। মোঃ আলগীর হোসেন (৩০), পিতা-শহিদুল্লাহ, সাং-চকপাড়া, থানা-শ্রীপুর জেলা-গাজীপুর এবং শ্রীপুর থানার মামলা নং-৭৩(১১)১৮ ধারা-২৭৯/৩০৪-খ পিসি এর এজাহার নামীয় আসামী মোঃ জিহাদ @ রকি (২৫), পিতা-আব্দুর রাজ্জাক, সাং-নিশিন্দপুর, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া ও শ্রীপুর থানার মামলা নং-৬৯(১১)১৮ ধারা-৩২৩/৩২৬/৩০৭/১০৯/৩৪ পিসি এর এজাহারনামীয় আসামী ১। হাজেরা (৬৫), স্বামী-নূরুল ইসলাম নূরু, সাং-নারায়ণপুর, ২। মোছাঃ জান্নাত(২৮), স্বামী-কামাল, সাং-বাউনী, উভয় থানা-শ্রীপুর জেলা-গাজীপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। এবং গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ১। মোছাঃ শহিনূর, স্বামী-মোঃ নাজিম উদ্দিন, সাং-মুলাইদ, ২। মোঃ বাবুল মিয়া (২৪), পিতা-মৃত মেহের আলী, সাং-কেওয়া পশ্চিম খন্ড, উভয় থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদ্বয় কে গ্রেফতার করে সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশেষ অভিযানে আসামিদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।