সংবাদ প্রকাশের জের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় শ্রীপুর থানায় একাধিক অভিযোগ!

0
755

সাংবাদিকের উপর হামলার ঘটনায় শ্রীপুর থানায় একাধিক অভিযোগ দায়ের।

শ্রীপুর গাজীপুরঃ
শ্রীপুরে সংবাদকর্মী মোজাহিদের উপর হামলা এবং একই ঘটনাকে কেন্দ্র করে সংবাদকর্মী মাহবুব আলমকে মৃত্যুর হুমকি দেয়ায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে শ্রীপুর থানায়। গতকাল ১২ আগস্ট সংবাদকর্মী মোজাহিদের সহধর্মিণী বাদি হয়ে স্বঘোষিত ছাত্রলীগ নেতা সাইফকে প্রধান আসামি করে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা সহ অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অপর অভিযোগটি দায়ের করেন সংবাদকর্মী মাহবুব আলম হুমকি দাতা সাইফের বিরুদ্ধে।

এদিকে হামলায় আহত সংবাদকর্মী মোজাহিদ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শেষে আজ বাসায় ফিরেছেন।

উল্লেখ্য যে, শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধুর খুনী খন্দকার মোশতাকের পরিবারের পক্ষ নিয়ে পৌর আওয়ামী লীগ নেতা নূরে আলম মোল্লার নেতৃত্বে জমি দখলের ঘটনার লাইভ সংবাদ প্রচার করা হয় Our Times নামক অনলাইন পেইজ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদকর্মী মোজাহিদকে গত ২৫ জুলাই সন্ত্রাসী সাইফ ফোন করে হুমকি প্রদান করে। পরদিন ২৬ জুলাই থানায় অভিযোগ দায়ের হয় সাইফের বিরুদ্ধে। তারই অংশ হিসাবে গত ১০ আগষ্ট রাতে শ্রীপুর চৌরাস্তায় সংবাদকর্মী মোজাহিদের উপর হামলা করে সাইফ এবং তার সাঙ্গপাঙ্গরা। এই হামলার সংবাদ প্রকাশের জেরে সংবাদকর্মী মাহবুব আলমকে মৃত্যুর হুমকি প্রদান করে সাইফ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন