সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিলেন অভিনেত্রী অপু বিশ্বাস

0
22

জি নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস।এবার আর প্রচারনা নয়। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী তিনি।

আজ রবিবার (২০ জানুয়ারি) দুপুরে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেন তিনি।এর আগে, গত ১৫ জানুয়ারি মনোনয়নপত্র ক্রয় করেন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করতেই রাজনীতির মাঠে নেমেছি। কারণ আমি এই বিষয়টার সঙ্গে সরাসরি জড়িত। আমাকে ও আমার সন্তানকে বিষয়টি নিয়ে সাফার করতে হয়েছে।আমি বুঝি একজন নারীকে কতটা সমস্যায় পড়তে হয়। নারী ও শিশুদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই কাজ করার সুযোগ দিবেন।

তিনি আরো বলেন, ‘নিজেকে রাজনীতির সঙ্গে জড়ানো ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারা আমার জন্য বিশাল সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফরম জমা দিয়েছি, এখন বাকিটা ওপর ওয়ালার ইচ্ছা।’

কোন মন্তব্য নেই