সখিপুরে ইয়াবা ট্যাবলেট সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
জি নিউজ:টাঙ্গাইলের সখিপুরে মোখতার ফোয়ারা হইতে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিনজন মাদক ব্যবসায়ীতে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ১৯ নভেম্বর রাতে অফিসার ইনচার্জ জনাব মোঃ আমির হোসেন এর নির্দেশনায় এস.আই মোঃ ওমর ফারুক, সঙ্গীয় এ এসআই মোঃ শাহীন আলম, এ এসআই আঃ আলীম-২, এএসআই মোস্তাফিজুর রহমান সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া সখিপুর মোখতার ফোয়ারা হইতে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।
গ্রেফতারকৃরা হলো, ১। ফারুক মিয়া (২১) পিতা- জুলহাস মিয়া, সাং- বড়চওনা বেলতলী ২। মোঃ রাসেল মিয়া (২১) পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং- লাঙ্গুলিয়া দক্ষিণপাড়া ৩। মোঃ জহিরুল ইসলাম জহু (২৮) পিতা- আঃ কাদের, সাং- বাগেরবাড়ী কোচচালা, সর্ব থানা- সখিপুর, জেলা- টাঙ্গাইলদেরকে গ্রেফতার পূর্বক তাহাদের হেফাজত হইতে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এই সংক্রান্তে সখিপুর থানায় নিয়মিত মামলা রুজু হইয়াছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।