সম্মিলিত জাতীয় জোটের সাথে এরশাদের বৈঠক।।

0
52
জি নিউজ ডেস্কঃ ঢাকা জাতীয় পার্টির নেতৃত্বাধীন জোটের সামনে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে : এরশাদ। ঢাকা ৬ আগস্ট ২০১৮ : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের অবস্থা এখন আরো নাজুক হয়ে পড়েছে। জনগণ এখন রাষ্ট্র ক্ষমতার বিকল্প রাজনৈতিক শক্তি প্রত্যাশা করছে। তাই জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সামনে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সাবেক রাষ্ট্রপতি এরশাদ আজ সোমবার তাঁর বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে সম্মিলিত জাতীয় জোটের শরীক ইসলামী মহাজোটের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন। এসময় ইসলামী মহাজোটের চেয়ারম্যান মাওলানা আবু নাসের ওয়াহেদ ফারুক আগামী সংসদ নির্বাচনে তার জোটের আগ্রহী প্রার্থীদের একটি তালিকা জোট চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের হাতে হস্তান্তর করেন। এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান সহ প্রমুখ নেতৃবৃন্দ। ইসলামী মহাজোটের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী মহাজোটের চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের ওয়াহেদ ফারুক, মহাসচিব- মাওলানা আবু হাসনাত, আলহাজ্ব মাওলানা আলতাফ চৌধুরী, মুফতি মোর্শেদ, মাওলানা আব্দুল্লাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এদিকে টাইগাররা ১৯ রানে সিরিজ জয় করায়,বাংলাদেশ ক্রিকেট দলকে হুসেইন মুহম্মদ এরশাদের অভিনন্দন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। এক অভিনন্দন বার্তায় সাবেক রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই জয়ে অনুপ্রানীত হবে দেশের ফুটবল সহ অন্যান্য বিষয়ের দলগুলো। অভিনন্দন বার্তায় খেলোয়ারদের পাশাপাশি কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
বার্তা প্রেরক,
এমএ রাজ্জাক খান
যুগ্ম-দফতর সম্পাদক
জাতীয় পার্টি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি

কোন মন্তব্য নেই