সাংবাদিক মিলন স্মরণে কাপাসিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল
কাপাসিয়ায় সাংবাদিক মিলনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
শামসুল হুদা লিটন:
গাজীপুরের কাপাসিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত দৈনিক ভোরের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি ও গাজীপুর দর্পন পত্রিকার নির্বাহী সম্পাদক এবং কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মন্জুর হোসেন মিলনের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বাদ আছর কাপাসিয়া প্রেসক্লাব এই দোয়া মাহফিলের আয়োজন করে।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফেজ নজরুল ইসলাম মাস্টার। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন কাপাসিয়া থানার ওসি (তদন্ত) এস এম আজিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এফএম কামাল ফকির, সহ-সভাপতি সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শাকিল হাসান, মাই টিভি উপজেলা প্রতিনিধি মুজিবুর রহমান, দৈনিক আলোকিত বাংলাদেশ উপজেলা প্রতিনিধি আকরাম হোসেন রিপন, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মাহমুদুল হাসান, দৈনিক প্রভাত উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক জবাবদিহি পএিকার উপজেলা প্রতিনিধি এসএম মাসুদ, দৈনিক বাংলা ভুমি প্রতিনিধি তৌহিদ মিন্টু, ডিএসবি খোরশেদ আলমসহ উপজেলা সংবাদ পত্র হকার্স বৃন্দ, সমাজকর্মী মজসিদের মুসল্লিগণ।
উল্লেখ্য, গত (০৪ আগস্ট ২০২৩ ) সকালে উপজেলার কোর্টবাজালিয়া বাজার এলাকায় বেপরোয়া গতির বালুবোঝাই একটি ড্রাম্প ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৭-১০৮১) চাপায় প্রবীণ সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন (৫২) এর ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কাপাসিয়া থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। মিলন কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আবদুস সাঈদ শেখের ছেলে।