সাংবাদিক শামসুজ্জামানকে আটকের কথা স্বীকার করেছে- সিআইডি

0
26

জি নিউজ ডেস্কঃ
ঢাকার সাভারে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। স্বাধীনতা দিবসে প্রথম আলোর অনলাইনে ঝড় তোলা সেই প্রতিবেদন প্রকাশের জেরে তাকে আটক করা হয়েছে বলে জানা যায়।

আজ বুধবার(২৯ মার্চ) ভোর ৫টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর চারটার দিকে তিনটি গাড়িতে মোট ১৬ জন ব্যক্তি শামসুজ্জামানের বাসার সামনে যান। তাঁদের মধ্যে ৭-৮ জন বাসায় ঢোকেন। একজন শামসুজ্জামানের থাকার কক্ষ তল্লাশি করে তাঁর ব্যবহৃত একটি ল্যাপটপ, দুইটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে যায়।

নিরাপত্তা প্রহরী সুদীপ্ত শাহীন বলেন, ভোররাতে শামসুজ্জামান সহ মোট ১৯ জন ব্যক্তি বটতলা বসে সেহেরি করেন। ভোর পৌঁনে পাঁচটার দিকে বটতলা থেকে তাঁরা আবার শামসুজ্জামানের বাসার দিকে যান।

এইদিকে সিআইডির ব্যবহৃত দুইটি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ছিলো (ঢাকা মেট্রো চ ৫৬-২৭৪৭ এবং ঢাকা মেট্রো জ ৭৪-০৩৩১) আরেকটিতে কোন নম্বরপ্লেট দেখা যায়নি। দ্বিতীয়বার বাসায় যাওয়ার সময় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় শামসুজ্জামানের বাসায় ছিলেন স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘বাসায় এসে তাঁরা জব্দ করা মালামালের তালিকা করেন। শামসুজ্জামানকে জামাকাপড় নিতে বলা হয়। এ সময় কক্ষের ভেতরে দাঁড় করিয়ে তাঁর ছবি তোলা হয়। ৫-৭ মিনিটের মধ্যে আবার তাঁরা বের হয়ে যান। বাসা তল্লাশির সময় দুইবারই বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন উপস্থিত ছিলেন।

তুলে নেওয়ার সময় ওই বাসার মালিককে ডাকেন পুলিশের এক কর্মকর্তা। পুলিশ তাঁকে জানায়, শামসুজ্জামানের করা একটি প্রতিবেদনের বিষয়ে রাষ্ট্রের আপত্তি আছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নেওয়া হচ্ছে।

শামসুজ্জামান শামস গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত পুলিশের সহকারি কমিশনার-এসি রবিউল করিমের একমাত্র ছোটভাই।

নূর সিদ্দিকী নামে এক ব্যক্তি তার ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, একভাই দেশের জন্য প্রাণ দিয়েছে। আরেক ভাই রাষ্ট্রদ্রোহী হতে পারে!

তথ্য সুত্র, দৈনিক খবরের আলো।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন