র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কর্তৃক ১০০ (একশত) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিল সহ ০১(এক) জন গ্রেফতার করা হয়েছে।
র্যাব সুত্রে জানা যায়, আজ ২৫ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখ ভোর রাতে অতিঃ পুলিশ সুপার মোঃ মোতাহার হোসেন এবং সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন গয়রা নামক গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রওনা হইয়া সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন গয়রা গ্রামস্থ আইয়ুব মেম্বারের ভাটার মোড় পাঁকা রাস্তার উপর থেকে থেকে আসামী ১। মোঃ গগন হোসেন (২৩), পিতা- মৃত মজিবর রহমান, সাং- কাঁদপুর, থানা- কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে ১। ১০০(একশত) বোতল ফেন্সিডিল, ২। ০১টি মোবাইল ফোন, ৩। ০২(দুই)টি সীম কার্ড ও ৪। ০১টি মেমরী কার্ড সহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করতঃ মামলা নং-৩৯, তারিখঃ ২৫/০২/২০২০ ইং রুজু করা হয়।