সাহস থাকলে আমাকে আটক করেনঃ ড.কামাল হোসেন

0
16

জি নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা বাহিনী রাজনীতিকদের ওপর হামলা নিন্দনীয় উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘সাহস থাকলে আমাকে ধরে নিয়ে যান।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ‘মানবাধিকার, সুশাসন ও ভোটাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. কামাল অভিযোগ করেন, দেশে সুশাসন আছে যারা বলছেন তারা মিথ্যুক। ক্ষমতায় যেতে সরকার নির্বাচনের নামে প্রহসন করছে বলেও মন্তব্য করে তিনি।
ক্ষমতাসীনরা যা করছেন তা সংবিধান পরিপন্থি বলে মন্তব্য করেছেন ড. কামাল হোসেন।

তিনি বলেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, বাধা দেয়া দেশদ্রোহিতার সামিল। এটি স্বাধীনতার ওপর আঘাত।
বাংলাদেশ আইনজীবী ফেডারেশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সুত্র চ্যানেল আই অনলাইন

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন