সিলেটে ভোট শুরুর পরেই কেন্দ্র দখল-জালভোটের অভিযোগ বিএনপি পার্থী আরিফুলের

0
15

জি নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর নানা অনিয়মের অভিযোগ করেছেন ধানেরশীষের পার্থী আরিফুল হক চৌধুরী। এর মধ্যে বিশেষ করে কেন্দ্র দখল, ভোটগ্রহণ বন্ধ, ব্যালট সংকট, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগই বেশি। এসব অভিযোগে শাসক দলের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপি-জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা।

সোমবার (৩০জুলাই) সকাল ৮টায় সিটি করর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের রায়নগর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী। ভোট দেয়ার পর তিনি অভিযোগ করেন, রাতে ভোট জালিয়াতির। কিন্তু তার এমন অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।

কোন মন্তব্য নেই