সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে অভিনন্দন

0
45

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকেঃ–সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছে বিশ্বের ৬ মহাদেশের প্রবাসী বাংলাদেশিদের গ্লোবাল প্লাটফর্ম ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডব্লিউবিও)। সৌদি আরবের শ্রম বাজার সৌদিকরণের ধাক্কায় অনেক আগেই কর্মহীন হয় বহু বাংলাদেশি। করোনা মহামারিতে যোগ হয়েছে কাজ হারাবার নতুন মাত্রা। WBO – World Bangladesh Organization আশা করে, কূটনৈতিক তৎপরতা জোরদার করে নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. পাটোয়ারী দেশটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সক্রিয় হবেন। সেই সাথে নারী গৃহকর্মীদের হয়রানী নিরাপত্তা নিশ্চিত করবেন, নয়তো নারী গৃহকর্মী চুক্তি নবায়ন থেকে বিরত থাকবেন। যেসব শ্রমিক কাজ করেও বেতন পায় না কিংবা অর্থাভাবে চিকিৎসা নিতে পারেনা তাদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি যারা দেশে ফিরতে চায় তাদের দেশে প্রেরণের ব্যবস্থা করা আবশ্যক। প্রলোভন দেখিয়ে ফ্রি ভিসায় সৌদি পাঠিয়ে নিরীহ বাংলাদেশিদেরকে যারা মরুপ্রান্তরে মানবেতর জীবনে ঠেলে দিচ্ছে এমন আদম ব্যবসায়ী ও মানব পাচারকারীদের লাগাম টেনে ধরতে হবে নতুন রাষ্ট্রদূতকে। Long Live Bangladesh – Saudi Arabia Ties! – www.wbo.global

কোন মন্তব্য নেই