সৌদি আরবের একটি কোম্পানিতে মানবেতর জীবন যাপন করছে শত শত বাঙ্গালী শ্রমিক।

0
222

বিশেষ প্রতিনিধি সৌদি আরবঃ সৌদিতে জে&পি নামক কোম্পানিতে ভিবিন্ন ট্রেডের কাজ করার জন্য বাংলাদেশ,পাকিস্তান,ইন্ডিয়া সহ আরো কয়েক টি দেশ থেকে কয়েক হাজার কর্মী নিয়োগ দেয় প্রতিষ্ঠান টি যার মধ্যে প্রায় ৭২০ জন বাঙ্গালী শ্রমিক কর্মরত থাকা অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। বিগত প্রায় ৬-৭ মাস যাবত তাদের কে কোনো রকম বেতন-ভাতা বা খাবার খরচ দিচ্ছে না প্রতিষ্ঠানটি,এমন কি শত শত কর্মীদের ইকামা নবায়নও করে দিচ্ছে না।এমন কি বিগত প্রায় ১ বছর আগে বাংলাদেশ থেকে নতুন করে যে সব কর্মী নিয়োগ দিয়েছিলো তাদের কে ও এখনো ইকামা-ই প্রদান করে নাই।এ সকল অনিয়ম ও সেচ্ছাচারীতার বিষয়ে বার বার কোম্পানি কর্তৃপক্ষকে জিজ্ঞাস করলেও ওরা কোন সমস্যা সমাধান বা সৎ-উত্তর দিচ্ছে না।এসব বিষয়ে সৌদিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে সমস্যা সমাধানে উল্লেখ্যযোগ্য কোনো ভূমিকা-ই পালন করছে না বলে অভিযোগ করেছে ওই কোম্পানিতে অবস্থানরত বাঙ্গালি শ্রমিকরা। দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যে এবং বেতন-ভাতা পরিশোধ এর দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন, প্রতিবাদ সমাবেশ এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যা সমাধান চান কোম্পানিতে কর্মরত শ্রমিকরা।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন