সড়কের ১৫ কি.মি. জুড়ে জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা

0
27

জি নিউজ ডেস্কঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করতে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাট থেকে মহাসড়কের ১৫ কিলোমিটার জুড়ে সারিবদ্ধ শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন শেখ হাসিনা। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে রওনা হন তিনি। বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার গাড়িবহর মাদারীপুরের শিবচরে অবস্থান করছে।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুকন্যাকে বরণ করতে মাদারীপুরবাসী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মহাসড়কের ১৫ কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাবেন।

আজকে টুঙ্গিপাড়ায় পৌঁছে আওয়ামী লীগ সভানেত্রী প্রথমে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করবেন। এরপর দুপুর আড়াইটায় কোটালিপাড়ার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

তথ্যসূত্রঃ ২৪লাইভ নিউজ পেপার।

কোন মন্তব্য নেই