হত্যাকাণ্ডের দায় গানম্যানের ব্যক্তিগত আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

0
39

গাজীপুর: গানম্যান কিশোর কুমারের মাধ্যমে সংঘটিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘এ হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়। আইন অনুযায়ী এর বিচার হবে।আজ ১৭ এপ্রিল এক বিবৃতিতে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, গানম্যান কিশোর গত তিন দিন যাবত ডিউটিতে ছিল না। সরকারি অস্ত্র জমা না দিয়ে অপরাধ করা কোনভাবেই সহ্য করা হবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সে অপরাধ করে থাকলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

মন্ত্রী হত্যাকাণ্ডের শিকার মো. শহিদ এর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে গানম্যানের বিরুদ্ধে আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন