জি-নিউজ ডেস্ক :: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানে অনুজ কুমার ভৌমিক (২৫) নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ এক যুবককে আটক করেছে। গতকাল শুক্রবার (০৯ নভেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানে ঘটনাটি ঘটে। সূত্রে জানাগেছে, লালচান্দ চা বাগানের অনুজ কুমার ভৌমিক ও সুজন মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। ওইদিন ভোর রাতে সুজন মিয়াসহ তার লোকজন অনুজকে লালচান্দ চা বাগানে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত হয়েছেন রতন ভৌমিক (২৫) ও শুক্রা বখতি (৩০)। নিহত অনুজ কুমার ভৌমিক ওই বাগানের ১৩নং বস্তির বাবুল ভৌমিকের পুত্র। ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই অলক বড়ূয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসারস ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, প্রাথমিক ভাবে ধরণা করা হচ্ছে পুর্ব বিরোধ নিয়েই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ১ জনকে আটক করা হয়েছে।