হবিগঞ্জের চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষে  আহত ৬

0
16
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মধ্য নরপতি গ্রামে বাড়ির রাস্তা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ২৫ অক্টোবর ১৮ দুপুরে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, দির্ঘ দিন থেকে ইয়াদ মিয়ার সাথে সিরাজ মিয়া গংদের পারিবারিক রাস্তায় নিয়ে বিরোধ চলে আসছে। ওইদিন দুপুর বেলা ফয়সল মিয়া রাস্তা পরিষ্কার করতে গেলে প্রতিপক্ষ নুর ইসলামের সাথে বাকবিতণ্ডা হয় একপর্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ওই গ্রামের সিরাজ মিয়ার পুত্র সুহেল মিয়া (২১), ফয়সল মিয়া (১৮), রাসেল মিয়া (৩৫), ঝরনা বেগম(৬০) ও নুরুল ইসলাম(২১) আহত হয়। এদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ফয়স মিয়ার অবস্থা আশংকা জনক। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।  এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই