জি-নিউজ ডেস্ক :: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে এক মাদক বিরোধী অভিযানে ৭কেজি গাঁজা উদ্ধার করেছে চুনারুঘাট থানার পুলিশ। বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস আই আলী আজহারের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট পৌর এলাকার চন্দনার তেলিপিরি এলাকায় এ অভিযান পরিচালনা করে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা মিজানুর রহমান সুমন উক্ত গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় সাত কেজি গাঁজা ভর্তি বস্তা উদ্ধার করে। পালিয়ে যাওয়া মাদক বিক্রেতা মিজানুর রহমান সুমন চন্দনা এলাকার মৃত আব্দুল গফুরের পুত্র বলে জানা গেছে। চুনারুঘাট থানার এস আই আলী আজহার জানান, উক্ত মাদক বিক্রেতা একাধিক বার পুলিশের হাতে আটক হয়। পরে কোর্ট থেকে ছাড়া পেয়ে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তিনি আরও জানান, মাদক বিক্রেতা মিজানুর রহমান সুমন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তাকে আটক করতে অভিযান অব্যাহত থাকবে।