হবিগঞ্জের নবীগঞ্জে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার!

0
90

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (৩০ মে) রাতে উপজেলার হোসেনপুরে নির্মাণাধীন একটি ঘরের পেছন থেকে লাশ উদ্ধার করা হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। নিহত যুবকের নাম মিরাজ মিয়া (৩২)। তিনি হোসেনপুর গ্রামের সুন্দর আলীর ছেলে। মিরাজ মানসিক প্রতিবন্ধী ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে উপজেলার হোসেনপুরে নির্মাণাধীন ঘরটির পেছনে মিরাজকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলার গোপলার বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ শাহীনুর আলম জানান, মিরাজ মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার পরিবারের দুই সদস্যকে থানায় আনা হয়েছে।

কোন মন্তব্য নেই