হবিগঞ্জের নবীগঞ্জে নিজ ঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জ চরগাঁও গ্রামের নিজ ঘর থেকে তহুরা বেগম (৫৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে নবীগঞ্জ পৌর এলাকায় চরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। তহুরা বেগম ওই গ্রামের ঝারু মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, তহুরা বেগমের স্বামী ঝারু মিয়া ফজরের নামাজ পড়ে ঘরে এসে দেখেন তার স্ত্রীর গলাকাটা মরদেহ বিছানায় পরে আছে। এ সময় তিনি চিৎকার করলে পরিবারের লোকজন ও প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে যান। পরে নবীগঞ্জ থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল খয়ের চৌধুরী ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ। ওসি ডালিম আহমেদ জানান, পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় নারীর স্বামী ঝারু মিয়া, ছেলে মঞ্জিল মিয়া (২৭) ও রমযান মিয়াকে (২২) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।