হবিগঞ্জের নবীগঞ্জে ১৩ বাড়িতে অগ্নিসংযোগ, প্রায় কোটি টাকার ক্ষতি!

0
18

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাতাইহাল ৬ মৌজার লোকজন পূর্ব শত্রুতার জের ধর নোয়াগাঁও গ্রামে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিছে। এতে ১৩ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৩০ মে) দুপুরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা যায়, হামলা ও লুটপাটকারীরা নোয়াগাঁও গ্রামবাসীর ১৫/১৬টি গরু, ৫০ টি ছাগল, অসংখ্য হাঁস-মোরগ ও প্রায় ৩ হাজার মন ধান লুট করে নিয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় ১৩ নং পানিউমদা ইউনিয়নবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার পানিউমদা ইউপির নোয়াগাঁও হাওরে সাতাইহাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক) এর মালিকানাধীন ফিশারির পাহারাদার ও তার স্ত্রীকে মারধর করে নোয়াগাঁও গ্রামের কতিপয় লোকজন। আহত দম্পতি সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় মামলাও করেন বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন। এ ঘটনাকে কেন্দ্র করে ১১ নং গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামসহ ৬ মৌজার লোকজন এলাকায় মাইকিং করে কিছু প্রভাবশালীর নির্দেশে প্রায় ৩ কি. মি. দূরত্বের নোয়াগাঁও গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষের লোকজনদের নিয়ে নোয়াগাঁও গ্রাম থেকে একটু দূরবর্তী স্থানে মিটিং করেন। এই সুযোগে সাতাইহাল ৬ মৌজার লোকজন বিকল্প রাস্তায় নোয়াগাঁও গ্রামে ঢুকে হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুরসহ তান্ডবলীলা চালায়। এক পর্যায়ে তারা বাড়িঘরে অগ্নি সংযোগ করে ১৫/১৬টি গরু, ৫০ টি ছাগল, অসংখ্য হাঁস মোরগ এবং বাড়ি থেকে কমপক্ষে ৩ হাজার মন ধান লুট করে নিয়ে যায়। বাড়ি ঘরে অগ্নিসংযোগের ফলে ১৩টি পাকা-আধা পাকা, টিনসেটের বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ভস্মীভূত হয়ে যায় ধান-চালসহ ঘরের আসবাবপত্র। এ ঘটনায় ক্ষতির পরিমাণ অন্তত কোটি টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বলেছেন, সাতাইহাল ৬ মৌজার মানুষ এত দূর থেকে এসে নোয়াগাঁও গ্রামে ঢুকে যে তাণ্ডব করেছে তা দুঃখজনক।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দীন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক, সকাল থেকেই ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ঘটনাস্থলে ছিল। কিন্তু হামলাকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এ ধরনের হামলা করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে এবং সরকারীভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রাণ সহায়তা দেয়া হবে।

নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই