হবিগঞ্জের পইলের ঐতিহ্যবাহী মাছের মেলায় অনুষ্ঠিত হয়েছে

0
3

হবিগঞ্জের পইলের ঐতিহ্যবাহী মাছের মেলায় অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী পইলের মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এ মেলার আয়োজন করে হয়। এ মেলাটি প্রায় দুই শতাধিক বছর ধরে চলে আসছে। মেলাকে কেন্দ্র করে পইলসহ আশপাশের গ্রামগুলো উৎসবমুখর হয়ে উঠে। মেলায় দেশীয় প্রজাতির বড় বড় মাছ দেখতে সিলেট, মৌলভীবাজর, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ অন্যান্য জেলা থেকেও প্রচুর লোকজনের সমাগম হয়।
পৌষ সংক্রান্তির এ মেলায় বোয়াল, বাঘাইর, বড় আকৃতির আইড়, চিতল, গজার, রুই, কাতলসহ নানা প্রজাতির আকর্ষণীয় মাছ নিয়ে আসেন বিক্রেতারা। এছাড়াও পুটি, চিংড়ি, কৈ, চাপিলা, চান্দা মাছ উঠে ব্যাপক হারে। মেলাটির প্রধান আকর্ষণ মাছ হলেও এতে কৃষি উপকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, ভোগপণ্য, আখ, শিশুদের খেলনাও ছিল উল্লেখযোগ্য। পইলসহ আশপাশের গ্রামগুলোর মানুষ এ মেলাটিকে তাদের পূর্ব পুরুষের ঐতিহ্য বলে ধারণা করেন।
মেলায় এবার ৭৫ কেজি ওজনের বাঘাইর মাছটি নিয়ে এসেছেন আব্দুল খালেক নামে এক মাছ বিক্রেতা। যার দাম হাকাচ্ছেন তিনি দেড় লাখ টাকা। শাহজাহান মিয়া নামে অপর আরেক বিক্রেতা জানান, তিনি ২৬ কেজি ওজনের একটি কাতলাসহ বেশ বড় বড় মাছ নিয়ে মেলায় এসেছেন। বড় কাতলাটির দাম তিনি চাইছেন ৬০ হাজার টাকা মাছ বিক্রেতা আলী রেজান জানান, তিনি প্রতি বছরই এ মেলায় মাছ নিয়ে আসেন।

এ ব্যাপারে পইল বাজার কমিটির সভাপতি ও পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ জানান, পইল মাছের মেলা আমাদের জন্য ঐতিহ্যের একটি মেলা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের জন্মভূমি পইল গ্রামে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলাকে ঘিরে এলাকায় উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।

কোন মন্তব্য নেই