জি-নিউজ ডেস্ক :: হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকার সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, ওই দিন উল্লেখিত সময়ে সড়ক অতিক্রমকালে দ্রুতগামী একটি মোটর সাইকেল নুরেছা বেগম (৫০)কে ধাক্কা দেয়। তিনি বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামের রইছ আলীর স্ত্রী। পরে স্থানীয়জনতা আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। সিলেট যাওয়ার পথে তার মৃত্যু হয়।