হবিগঞ্জের বহুলায় শিশু তিশা হত্যা, ঘাতকের স্বীকারোক্তি

0
14

হবিগঞ্জের বহুলায় শিশু তিশা হত্যা, ঘাতকের স্বীকারোক্তি

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামে স্কুলছাত্রী তিশা বেগম (৯) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হয়েছে। ঘাতক সিরাজুল ইসলাম আব্দাল আদালতে স্বীকারোাক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঘটনার ২৪ দিন পর সদর থানা পুলিশ এ রহস্য উন্মোচন করেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

হবিগঞ্জের ছোট বহুলা গ্রামের আব্দুল করিমের ঘাতক পুত্র সিরাজুল ইসলাম আব্দালের (১৮) রবরাত দিয়ে এসআই মমিন জানান, ১০ জানুয়ারি সকালে তিশা বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সিরাজুল ইসলামের ক্রিকেট বল এসে তিশার মাথায় পড়ে। এতে তিশা ক্ষিপ্ত হয়ে সিরাজকে গালিগালাজ করে। এক পর্যায়ে সিরাজ তার হাতে থাকা লাঠি দিয়ে তিশার মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি বুঝতে পেরে সিরাজ পালিয়ে যায়।
এ ঘটনায় তিশার মা বাদি হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তে তথ্য প্রযুক্তি ও স্থানীয় তদন্তে জানা যায়, সিরাজই তিশাকে হত্যা করেছে। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে ও কললিষ্টের সূত্রধরে গত শুক্রবার রাতে এসআই মমিনুল ইসলাম পিপিএম ও মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার জেলার রাজনগর থানার কোনাগাও প্রেমপুর গ্রাম থেকে সিরাজুলকে আটক করে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। ওসি গোলাম মর্তুজা জানান, হত্যার রহস্য উন্মোচন হয়েছে। অচিরেই আদালতে চার্জশীট দাখিল করা হবে

কোন মন্তব্য নেই