হবিগঞ্জের বাহুবলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

0
28

জি-নিউজ ডেস্ক :: হবিগঞ্জ জেলার বাহুবলে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা যুবক(২৮) মারা গেছে। বৃহস্পতিবার ০৮ নভেম্বর ১৮ তারিখ সকাল সাড়ে ৯টার দিকে সাতগাঁও রশিদপুর রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনাটি ঘটে। সূত্রে জানাগেছে, শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী ট্রেনটি উল্লেখিত স্থানে পৌঁছলে অজ্ঞাতনামা যুবক কাটা পড়ে মারা যায়। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে খন্ডখন্ড মৃতদেহটি উদ্ধার করেছে। শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই