হবিগঞ্জের মাধবপুরে গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা এনজিও!

0
2

হবিগঞ্জের মাধবপুরে গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা এনজিও!

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর থেকে দরিদ্র গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা হয়েছে এনজিও কর্মকর্তা। ভিলেজ ডেভেলপমেন্ট সেন্টার নামে একটি এনজিও কর্মকর্তারা গ্রাহকদের সঞ্চয়ের টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। এ ঘটনায় ভুক্তভোগীরা গত সোমবার মাধবপুর থানায় অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, এনজিওটি জগদীশপুর ইউনিনের বেলঘর গ্রামে একটি বাড়িতে অফিস ভাড়া নেয়। এরপর জগদীশপুর, বেজুড়া শ্যামপুরসহ ২০ গ্রামের নারীদের নিয়ে সমিতি গঠন করে। বলা হয় সমিতির সদস্যদের ১০ হাজার টাকা জমা দিলে ১ লাখ টাকা এবং ২০ হাজার টাকা জমা দিলে ২ লাখ করে ঋণ দেওয়া হবে। তারা এসব প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে। সুযোগ বুঝে সেই টাকা নিয়ে পালিয়ে যায় এনজিও কর্মকর্তা। এ বিষয়ে ইটখোলা গ্রামের সুভাষ শীল বলেন, তাঁর কাছ থেকে ঋণ দেওয়ার নাম করে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে তারা। সোমবার ঋণের টাকা আনতে গিয়ে তিনি দেখতে পান এনজিওটির অফিসে তালাবদ্ধ। পরে খবর পেয়ে ভুক্তভোগী নারাীরা অফিসের সামনে জড়ো হন। তিনি জানান, মাঠকর্মী মিজানুর রহমান সমিতির দায়িত্বশীল নারীদের থেকে অর্থ সংগ্রহ করতেন। তাই ভুক্তভোগীরা এনজিওটির উর্ধ্বতন কর্মকর্তাদের চেনেন না বলে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই