হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকের মরদেহ উদ্ধার

0
1

হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের একটি পুকুর থেকে আদুরী (৫২) নামের চা বাগানের এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে এ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, ওইদিন পুকুরে লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী মাধবপুর থানায় খবর দিলে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। মৃত আদুরী উপজেলার সুরমা চাবাগানের মনোরঞ্জন ব্যাক্তির মেয়ে। আদুরীর ভাই অনদা ব্যাক্তি জানান, গত ১২ জানুয়ারি সকাল ৮টার দিকে আদুরি কাজের সন্ধানে বের হন। পরে আর বাড়ি ফেরেনি। এ ব্যাপারে ভাই অনদা থানায় একটি জিডি করেন। নিখোঁজের ৫দিন পর আদুরির মরদেহ বেজুড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন