জি-নিউজ ডেস্ক :: হবিগঞ্জ জেলার মাধবপুরের কমলপুর গ্রাম থেকে মালয়েশিয়া প্রবাসি ফরিদ মিয়ার স্ত্রী লাকি আক্তার(২৩) এর লাশ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। শুক্রবার (০৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে পুলিশ লাকি আক্তার মরদেহ উদ্ধার করে। সূত্রে জানাগেছে, নিহত লাকি আক্তার মাধবপুরের একই গ্রামের ফয়েজ আহম্মদে কন্যা। প্রায় ৬ বছর পূর্বে ফজলু মিয়ার পুত্র মালয়েশিয়া প্রবাসি ফরিদ মিয়ার সাথে লাকি আক্তারের বিয়ে হয়। রোহান নামে লাকির ৩ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। নিহতের পিতা ফয়েজ আহম্মদে বলেন, তার কন্যাকে বাড়িতে থাকা লাকির ননদ রুনা আক্তার (২০) ও শ্বাশুরী তহুরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। ওরা উভয়েই পলাতক রয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, হাসপাতাল থেকে ময়না তদন্ত রির্পোট না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে যাচ্ছে না।