হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্বামী সন্তানসহ নারী ইউপি সদস্য গ্রেপ্তার

0
12

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্বামী সন্তানসহ নারী ইউপি সদস্য গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য স্বামী সন্তানসহ গ্রেপ্তার হয়েছেন। গ্রেফতারকৃত নারী ইউপি সদস্য মোছা. লাকী আক্তার (৪০), তার স্বামী নানু মিয়া (৫০) ও মেয়ে মিতু আক্তার (২২)। তারা শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের কলিমনগরস্থ হামুয়া গ্রামের বাসিন্দা। একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আগেরদিন সোমবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক কামালের নেতৃত্বে এসআই সঞ্জিত চন্দ্র নাথ, এএসআই মো. ইমাম হোসেন, এএসআই লিটন চন্দ্র পাল, এএসআই মো. কবির হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় নিজ বাড়ি থেকে নারী ইউপি সদস্যসহ ৩ জন গ্রেপ্তার হন।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে কয়েকটি মামলার তদন্ত চলমান আছে। এর মধ্যে একটি মামলায় কোর্টে থেকে গ্রেফতারী পরোয়ানার আদেশ রয়েছে। এ গ্রেফতারী পরোয়ানার প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন