হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উৎসবমুখর পরিবেশে বই উৎসব

0
5

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উৎসবমুখর পরিবেশে বই উৎসব

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি!! হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক থেকে মাধ্যমিকস্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরাও নতুন বই পেয়ে খুশি। নতুন বই নিয়ে নতুন ক্লাসে ওঠার আনন্দে উচ্ছ্বসিত শিশুরা। রোববার দুপুরে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল মাঠে বই বিতরণ উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেন দেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন- বলেন, “বঙ্গবন্ধু কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনার আগ্রহে ২০১০ সাল থেকে বছরের প্রথম দিনে বিন্যামূল্যে এ বই বিতরণ করা হচ্ছে। প্রধামমন্ত্রী ঘোষণা করেছেন আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হব। সেই স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের এই প্রাথমিকের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, মাওলানা আব্দুস শহীদসহ আরো অনেকেই।পরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি।

কোন মন্তব্য নেই