হবিগঞ্জের সাতছড়ি অরণ্য থেকে রকেট লাঞ্চার উদ্ধার ! অভিযান চলছে !

0
17

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের ভারত সীমান্তবর্তী গহীন অরণ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে উদ্ধার হওয়া রকেট লাঞ্চারের গোলাগুলো অনেক ‘বিপজ্জনক’। বুধবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় সাতছড়িতে এক সংবাদ সম্মেলনে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামীউন্নবী চৌধুরী গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

উদ্ধার হওয়া গোলা কোন দেশের তৈরি এমন প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল বলেন, উদ্ধার হওয়া ‘গোলা’ একটি জনপ্রিয় গোলা, এটি সব দেশেই পাওয়া যায়। এই গোলা মূলত ট্যাংক বিধ্বংসী হিসেবে কাজ করে। এ ব্যাপারে কোন মামলা ও নিষ্ক্রিয়করণ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে আলাপ- আলোচনা ও পরামর্শক্রমে রকেট লাঞ্চারের গোলা নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া নিয়ে সিদ্ধানন্ত গ্রহণ করা হবে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হবে। অভিযানে কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
মঙ্গলবার (২ মার্চ) বিকেল থেকে রাতভর হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত হতে এক কিলোমিটার অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টে অভিযান পরিচালনা করে মাটির নিচ হতে পলিথিন মোড়ানো প্লাস্টিকের কভারে রাখা রকেট লাঞ্চারের ১৮টি গোলা উদ্ধার করা হয়।

এদিকে সাতছড়ি গহীণ বনে মঙ্গলবার শুরু হয়ে দ্বিতীয় দিন বুধবারও অভিযান চলেছে। এ অভিযানে অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামীউন্নবী চৌধুরী জানিয়েছেন, সাতছড়ি দীর্ঘদিন থেকেই তাদের নজরদারিতে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালাচ্ছেন। সেখানে আরও অস্ত্র এবং গোলাবারুদ থাকতে পারে এমন কয়েকটি সন্দেহজনক স্থান বিজিবির বিশেষ টিম ঘিরে রেখেছে। তিনি জানান, নতুন কোনও তথ্য পেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

কোন মন্তব্য নেই