হবিগঞ্জে উচাইল থেকে ছাত্রীর লাশ উদ্ধার!
জি-নিউজ ডেস্ক :: হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শান্তিশাহ গ্রাম থেকে রিপা আক্তার (১৫) নামে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের তুরাব আলীর কন্যা ও মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার ১১ এপ্রিল দুপুরে সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমানের নেতৃত্বে, এসআই আব্দুর রহিম ও আতাউর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। পরে ছুরতহাল রিপোর্ট তৈরী করে হবিগঞ্জ সদর আধুনিত হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ নিহতের পরিবারের বরাত দিয়ে জানায়, পূর্বদিন রাতের কোন এক সময় রিপা গলায় উড়না পেঁছিয়ে ঘরের তীরের সাথে ঝুলতে থাকে। পরিবারের লোকজন সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরদিন বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে পুলিশ মরদেহটি পরিবারের জিম্মায় হস্তান্তর করে। পরিবারের লোকজন জানায়, রীপা মানসিক রোগী ছিল এবং এক বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল। পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।