হবিগঞ্জে এলপি গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

0
32

এমএইছ চৌধুরী জুনাইদ, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: বাসাবাড়িতে নতুন করে জ্বালানী গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকায় সারা দেশের ন্যায় হবিগঞ্জেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এপি গ্যাস সিলিন্ডারের ব্যবহার । আর এ সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দাহ্য পদার্থ বিক্রি নীতিমালা অনুসরণ না করে যত্রতত্র ও ঝুকিপূর্ণ পরিবেশে বিক্রি করেছে এসব গ্যাস সিলিন্ডার। গতকাল (৪ নভেম্বর) রবিবার হবিগঞ্জ সদর এলাকায় অবৈধ সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীদের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে ৭ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি আরো ২০ টিরও বেশি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়েছে। ওইদিন লাইসেন্স বিহীন বিস্ফোরক দ্রব্য গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ধুলিয়াখালের মাস্টার স্টোরকে ১ হাজার টাকা, মের্সাস আমেনা ট্রের্ডাসকে ২ হাজার টাকা এবং টাউন হল রোডের যমুনা ইলেকট্রনিক্সকে ৪ হাজার টাকা জারিমানা করা হয়। এছাড়া রাস্তার উপরে ফুটপাতে  যত্রতত্র  ঝুকিপূর্ণস্থানে গ্যাস সিলিন্ডার রাখা ও বিক্রির দায়ে পোদ্দার বাড়ি এলাকার শেখ আলি স্টোরকে ১ হাজার টাকা, ২নং পুল এলাকার রুকন হার্ডওয়ার এন্ড মেশিনারিজকে ৩ হাজার টাকা এবং সবুজবাগ এলাকার জাহাঙ্গীর স্টোরকে ২ হাজার টাকা জারিমানা করা হয়। এছাড়া অনুমোদিত সংখ্যার চেয়ে অধিক সংখ্যক সিলিন্ডার মজুদ রাখার অপরাধে স্টাফ কোয়ার্টার এলাকার আইজা স্টোরকে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা করা হয়।পরিচালক মো. আমিরুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের অবহেলায় জনগনের জীবন ও সম্পদহানি ঘটে এমন কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান চলাকালে দেখা যায়, হবিগঞ্জের অধিকাংশ ব্যবসায়ী রাস্তার উপর ফুটপাতে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রি করছেন। আবার অনেকেরই দাহ্য পদার্থ বিক্রির কোনো লাইসেন্স নেই। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করে অনেকেই নির্ধিরিত মূল্যের চেয়ে অধিক মূল্য আদায় করছেন। এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন নায়েক সালাউদ্দিনের নেতৃত্বে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে উপস্থিত জনতার মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই