হবিগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত !

0
25

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ শহরতলীর যশোরআব্দা এলাকায় মর্জিনা আক্তার (৪০) নামে এক নারী ছুরিকাঘাতে নিহত হয়েছে। নিহত নারী যশোরআব্দা খাদ্য গোদাম রোড এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে হবিগঞ্জ শহরতলীর যশোরআব্দা এলাকায় এ ঘটনাটি ঘটে।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত দৌস মোহাম্মদ জানান, নিহত মর্জিনা আক্তারের ছেলে এমরান হোসেনের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয় তার খালাতো ভাই একই গ্রামের বাচ্ছু মিয়ার পুত্র রুবেলের সাথে। এরই জেরধরে রুবেল একটি ছুরি নিয়ে এমরানের খোঁজে তার ঘরে গিয়ে তাকে না পেয়ে রুবেল তার খালা মর্জিনাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় মর্জিনাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ আরো জানান, পুলিশ ঘটনার কারণ সম্পর্কে খতিয়ে দেখছে এবং ঘাতক রুবেলকে আটক করতে অভিযান চলছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন