হবিগঞ্জে টমটম চুরির অভিযোগে স্বামী-স্ত্রী আটক
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাইকৃত ব্যাটারি চালিত টমটমসহ স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার সময় ধুলিয়াখাল এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সামনের রাস্তা থেকে ব্যাটারি চালিত টমটম গাড়িটি চুরি হয়। এরপর ওই গাড়ির মালিক হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো,চুনারুঘাট উপজেলার পাঁচগাঁও গ্রামের বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে মিজানুর রহমান (৩৩) ও তার স্ত্রী জুলিয়া আক্তার (২৫)। শনিবার সদর উপজেলার শিয়ালদাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল গনির ছেলে রশিদ মিয়া লিখিত এজাহার দায়ের করলে চোরদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবেশে টমটম গাড়ির পিছনে তার স্ত্রীকে বসিয়ে চোর নিজেই টমটম গাড়িটি চালিয়ে নিয়ে যায়। সদর থানা অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নির্দেশে অভিযানে অংশগ্রহণ করেন এসআই রুবেল দাস ও এএসআই মিয়াদুর রহমানসহ একদল পুলিশ সদস্য। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্ৰ দেব।