হবিগঞ্জে দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের উমেদনগর পৌর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মো. এমদাদুল হক (৪৫) নামের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার উমেদনগর পৌর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এমদাদুল হক হবিগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পাবনা সদরে। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এমদাদুল হক। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ।