এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ জেলায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত ২২৬ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তন্মধ্যে করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ১৩৫ জন। মৃত্যু হয়েছে ২জনের। আরোগ্য লাভকারীদের মধ্যে রয়েছেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডাক্তার, থানার ওসি, স্বাস্থ্যকর্মী ও অন্যান্যরা।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২ টায় জেলায় নতুন করে ১৮ জন আক্রান্তের খবর নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল। তিনি জানান, ১৮ জনের মধ্যে মাধবপুর উপজেলায় ৯ জন, চুনারুঘাটে ৫ জন, লাখাইয়ে ২জন, নবীগঞ্জে ১ ও সদর উপজেলায় ১ জন।
সিভিল সার্জন ডাঃ এ.কে.এম মোস্তাফিজুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই শিশু ও সুস্থ্য হয়েছেন ১৩৫ জন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।