হবিগঞ্জে নতুন ৩৭ জনসহ মোট করোনা শনাক্ত ৭৫৯ জনের !

0
13

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :: হবিগঞ্জ জেলায় নতুন করে আরও ৩৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৯ জনে। শনিবার (৪ জুলাই) দুপুরে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন ।

তিনি জানান, গত ২৯ ও ৩০ জুন পাঠানো নমুনা রিপোর্ট ঢাকা থেকে এসেছে। এর মধ্যে ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার (শায়েস্তাগঞ্জসহ) ১৬ জন, নবীগঞ্জ উপজেলায় ৫ জন, চুনারুঘাট উপজেলায় ৫ জন, মাধবপুর উপজেলায় ১ জন, বাহুবল উপজেলায় ৫ জন এবং বানিয়াচং উপজেলায় ৫ জন। এ পর্যন্ত জেলায় আরোগ্য লাভ করেছেন ২৯৫ জন এবং মৃত্যু বরণ করেছেন ৬ জন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন